বিরল প্রজাতির মাছ দেখতে হাজারো মানুষের ভিড়!

ঝিনাইদহ প্রতিনিধি:
মৎস্য ও পোল্ট্রি ব্যবসায়ী আকুল হোসেনের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। আর তাইতো ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের শত-শত মানুষের আগমন এক নজর মাছটি দেখবে বলে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্ল্যা জানান, বিরল এ প্রজাতির মাছটি দেখতে রাতেই ওই মৎস ব্যবসায়ীর বাড়িতে গেছি। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ। পরে এটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে যাতে সে তার সঙ্গীদের সাথে একত্রে থাকতে পারে। এটিকে ‘সাকার ফিশ’ বলে।

আকুল হোসেন বলেন, বাড়ির পাশের চিত্রা নদীতে জাল ফেললে এই অপরিচিত মাছটি ধরা পড়ে। এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে। সবাই বলছে, তারা আগে কখনো এ ধরনের মাছ দেখেনি। এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: