বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষা ও সুযোগ-সুবিধা

সাবরিন জাহানঃ

বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষা ও এ শিক্ষায় গ্রাজুয়েটদের চাকরির সুযোগ নিয়ে আজকের এই লেখা।

ভেটেরিনারি কি?

ভেটেরিনারি বা প্রাণী চিকিৎসা বিজ্ঞান এর একটি শাখা যেখানে পশু পাখির বিভিন্ন রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা হয়ে থাকে। এছাড়াও ভেটেরিনারি শব্দটি পশুপালন, প্রজনন, পুষ্টি সম্পর্কিত গবেষণা, এবং প্রাণিজ পণ্যের সাথে সম্পর্কিত।  আর চিকিৎসা বিজ্ঞানের এই শাখার গ্রাজুয়েটদের ভেটেরিনারিয়ান বলা হয়।

এটি পেশা হিসেবে মহৎ সেই সাথে চ্যালেঞ্জিং। একজন ভেটেরিনারিয়ান যেমন বিভিন্ন প্রাণীদের সেবা করার সুযোগ পান  তেমনি এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল ভেটেরিনারিয়ানরা একস্বাস্থ্য (ওয়ান হেলথ) ইস্যুতে ভুমিকা রাখছে। অর্থ্যাৎ মানুষের যেসকল রোগ-বালাই পশুপাখি থেকে আসছে সেগুলো সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে কাজ করছে।

ভেটেরিনারি বিশ্বব্যাপী দামী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবেই স্বীকৃত। বাংলাদেশেও এই মহান পেশায় রয়েছে যথেষ্ট সুযোগ। বাংলাদেশ ভেটেরিনারিয়ান হতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করে উচ্চতর গ্রেড নিয়ে ভর্তি পরীক্ষায় কঠিন প্রতিযোগিতার মাধ্যমে অবতীর্ণ হতে হয়।

বাংলাদেশে ভেটেরিনারি ডিগ্রী প্রদানকারী প্রতিষ্ঠানসমুহ-

বিশ্ববিদ্যালয়ঃ-
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ।
অনুষদ:ভেটেরিনারি সায়েন্স
ডিগ্রি :ডভম

২. চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ।
অনুষদ:ভেটেরিনারি মেডিসিন
ডিগ্রি :DVM(Doctor of veterinary medicine)

৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ।
অনূষদ:এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন
ডিগ্রি :Bsc in veterinary science and animal husbandry

৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ।
অনুষদ:ভেটেরিনারি, মেডিকেল এন্ড বায়োমেডিকেল সায়েন্স
ডিগ্রি :DVM

৫. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ।
অনুষদ:ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স
ডিগ্রি :DVM

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।
অনুষদ:ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সায়েন্স
ডিগ্রি :DVM

৭. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি
অনুষদ:এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন
ডিগ্রি :DVM

৭. রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ।
অনুষদ:ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স
ডিগ্রি :DVM

৮. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।
অনুষদ :ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিকেল সায়েন্স
ডিগ্রি :BSc in veterinary science and animal husbandry

ভেটেরিনারি কলেজঃ

বর্তমানে বাংলাদেশে দুটি ভেটেরিনারি কলেজ আছে।

১) সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ,সিরাজগঞ্জ।

২) ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ।

একজন ভেটেরিনারি ডাক্তার হতে হলে তাকে অধ্যয়ন করতে হয়ঃ এনাটমি, হিস্টোলজি, অ্যানিম্যাল সায়েন্স, নিউট্রিশন, পোল্ট্রি সায়েন্স, ডেইরী সায়েন্স, ফিজিওলজি, বায়োক্যামিস্ট্রি, ফার্মাকোলজিও থেরাপিউটিক্স টক্সিকোলজি, প্যাথলজি, প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজি, ব্যাক্টেরিওলজি, ভাইরোলজি, সেরোলজি, এনিম্যাল জেনেটিক্স ও ব্রিডিং, মেডিসিন, সার্জারী, ভেটেরিনারি এপিডিমিওলজি, গাইনীকোলজী ও অবস্ট্রাট্রিক্স, থ্রেরিওজেনোলজি, রেডিওলজী- ল্যামনেস এন্ড সাউন্ডন্যাস, অপারেটিভ সার্জারী, পরিসংখ্যান, গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি অর্থনীতি, মার্কেটিং, কৃষি সম্প্রসারণ বিদ্যা, ভেটেরিনারি পাবলিক হেলথ প্রভৃতি বিষয়াদি ।

কেন হব ভেটেরিনারিয়ান?

ভেটেরিনারি একটি পুরাতন ও ঐতিহ্যবাহী পেশা যা সারাবিশ্বে সমাদৃত। বিশ্বব্যাপী অপেক্ষাকৃত বেশী মেধাবীরাই এই পেশায় জ্ঞান অর্জন ও সেবা দিয়ে থাকে।

প্রথমত- এই পেশার মাধ্যমে মানুষসহ সকল প্রাণির সেবা করার সুযোগ আছে। এছাড়া বিভিন্ন প্রাণি সম্পর্কে জানা ও মানব কল্যানে তাদের কাজে লাগানোর সুযোগ রয়েছে এই পেশায়।

দ্বিতীয়ত- দেশে এবং দেশের বাহিরে রয়েছে চাকরির সুযোগ। এছাড়া ইন্টার্ণশীপ সময়ে প্রতিমাসে ১৮ হাজার টাকার অধিক পাওয়া যায়। চাকরির ক্ষেত্রসমুহ-

#সরকারী- বিসিএস এর মাধ্যমে প্রাণিসম্পদ ক্যাডারে অথবা জেনারেল ক্যাডারে। বিভিন্ন সরকারী  গবেষণা প্রতিষ্ঠানে (যেমন-বিএলআরআই, এলআরআই) গবেষক হিসেবে ও শিক্ষা প্রতিষ্ঠান যেমন ভেটেরিনারি কলেজে শিক্ষক হিসেবে।

#স্বায়ত্বশাসিত- ভেটেরিনারি শিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায়

#সেনাবাহিনীতে RVFC (Remount Veterinary and Farm core) এ

#আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান যেমন- আইসিডিডিআরবি এ

#বিভিন্ন চিড়িয়াখানায়, সাফারী পার্কে , সুন্দরবনে বৈজ্ঞানিক কর্মকর্তা ও চিকিৎসক হিসেবে চাকুরীর সুযোগ রয়েছে।

#বিভিন্ন livestock product company যেমন- Ice cream, juice, butter, candy, cola, milk & meat industry তে কাজ করার অপার সুযোগ।

#দেশের বিভিন্ন ফিড মিল, হ্যাচারীতে আকর্ষণীয় বেতনের চাকরীর সুযোগ রয়েছে । যেমন- কাজী ফার্মস লি., আফতাব গ্রুপ, প্যারাগন, নারিশ, এংকর ফিডস, নিউ হোপ গ্রুপ, আমান ফিড, আগাতা ফিড, ঢাকা হ্যাচারী, গোয়ালন্দ হ্যাচারী, এগস এন্ড হেন, রাফিদ হ্যাচারী ইত্যাদিসহ কয়েক’শ প্রতিষ্ঠানে রয়েছে।

# এই গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে অফিস, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করা যাবে।

#বিভিন্ন Media যেমন- Animal Planet, Discovery, National Geography এগুলোতে  চাকরীর সুযোগ রয়েছে।

#বিভিন্ন ধরনের ঔষধ কোম্পানি যেমনঃ স্কয়ার, ইনসেপ্টা, অপসোনিন বেক্সিমকো ফার্মা সহ অন্যান্য ফার্মাসিউটিক্যালস এর ভেটেরিনারি শাখায় রয়েছে উচ্চবেতনের চাকরির সুযোগ । দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্মে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে ।

#ফুডফ্যাক্টরি, লেদার টেকনোলজি, চিড়িয়াখানা, বন মন্ত্রনালয়, খাদ্য মন্ত্রনালয়ের অধীনেও কাজ করতে পারেন

প্রাকটিসের সুযোগ

ভেটেরিনারিয়ানরা বিভিন্ন পোষা প্রানী যেমন- বিড়াল, কুকুর, বিভিন্ন জাতের পাখির চিকিৎসা করেও এই পেশায় উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারে। এছাড়া পোল্ট্রি প্রাকসিট, গবাদিপশু চিকিৎসায় রয়েছে যথেষ্টে সুযোগ।

বিদেশে বৃত্তিসহ উচ্চশিক্ষা

ভেটেরিনারি শিক্ষা মেডিকেল শিক্ষার মত হওয়ায় মানবকল্যানে সব ধরণের বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত হওয়ার সুযোগ রয়েছে।  মানুষসহ যে কোন প্রাণি নিয়ে কাজ করার সুযোগ থাকায় এই পেশায় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র অনেক বিস্তৃত । তাই এ পেশার গ্রাজুয়েটদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশীপ বা অনুদান লাভ করা অনেকটাই সহজ। ওয়ান হেল্থ এর গুরুত্ব বিবেচনা করে বিদেশের পাশাপাশি দেশেও রয়েছে বৃত্তি বা অনুদান সহ উচ্চশিক্ষা ও গবেষণার অনেক সুযোগ।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,