যুক্তরাজ্য প্রবেশে মিজানুর রহমান আজহারীর উপর নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক :
আগামী ৩১ অক্টোবর একটি ইসলামি কনফারেন্সে যোগ দিতে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিলেন মিজানুর রহমান আজহারী। লন্ডনে আসার পথে কাতারে ট্রানজিটে আটকা পড়েন তিনি। কাতারের ইমিগ্রেশন থেকে আজহারীকে লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি। ২ দিন পর ব্রিটিশ সরকার তার ভিসা বাতিল করে দেয়।
এদিকে, বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন, কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো- সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য।
ব্রিটেনে মিজানুর রহমান আজহারীর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেই অনুষ্ঠানের আয়োজক ছিল আইওন টিভি। তারা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে।
লন্ডন সময় বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিট আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তাও দিয়ে বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে টিকেট হাতে রাখার জন্য বলা হয়েছে। আতাউল্লাহ ফারুক তার বার্তায় কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। কেউ ব্যক্তিস্বার্থে কিছু করলে সেটা কমিউনিটির জন্য ভালো হবে না বলেও এক ধরনের হুঁশিয়ারি দেন।
নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকেটেই কনফারেন্সের দেখা যাবে বলে আইওন টিভির ঘোষণায় জানা গেছে। তবে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিতের কোনো ঘোষণা হয়নি। আইওন টিভি আশা করছে, হোম অফিসের বক্তব্যের পরে হয়তো মাওলানা আজহারির ভিসা পুণঃবহাল হবে।
আজহারীর ভিসা বাতিলের ঘটনায় ব্রিটেনের হোম অফিসের মিডিয়া অ্যান্ড প্রেস অফিসে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দেয়নি।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভিন্ন ধর্ম সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্যে নিষিদ্ধ করে দেওয়া হয় আজহারীকে। তবে আজহারীকে এই ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এখন ব্রিটেনে আসতে হলে মালয়েশিয়া অথবা বাংলাদেশে গিয়ে আইনি লড়াই জিতে আসতে হবে আজহারীকে।
৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইসলামি বক্তব্যের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে ১৫ পাউন্ড থেকে ১০০ পাউন্ড মূল্যের ১২ হাজার টিকেট বিক্রি হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আয়োজক সহযোগী চ্যারিটি সংস্থার অনলাইন টিকেটের সাইটে কনফারেন্সের স্থগিতের ঘোষণা হয়।
ব্রিটেনে আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক আইওন টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন, আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিল।