অনির্দিষ্টকালের জন্য স্টোকস-হেলস বহিষ্কার
স্পোর্টস ডেস্ক:
ভাগ্যটা শেষ পর্যন্ত বেন স্টকসের হয়ে কথা বললো না। অ্যাশেজ দলে সুযোগ পেয়েও হারাতে হলো। মারামারির জেরে অনির্দিষ্টকালের জন্য ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়লেন টেস্টের সহ-অধিনায়ক। তার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার হয়েছেন ওপেনার অ্যালেক্স হেলসও। মারামারির ভিডিও ফুটেজ দেখার পরই তাদের এ শাস্তি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সোমবার ভোর রাত আড়াইটায় পুলিশ আটক করে স্টোকসকে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ চলাকালীন সময়েই এই ঘটনাটি ঘটে। রোববার ব্রিস্টলে তৃতীয় ওয়ানডের পর রাতে হেলসকে নিয়ে একটি ক্লাবে যান স্টোকস। সেখানেই মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। এরপর হেলস লন্ডনে ফিরে গেলেও স্টোকসকে আটক করে পুলিশ। পরে কোন অভিযোগ গঠন না করেই পুলিশ ছেড়ে দেওয়া হয় তাকে।
পুলিশের পাশাপাশি ইসিবিও ঘটনাটির তদন্ত শুরু করে। বুধবার ঘোষিত ইংল্যান্ডের অ্যাশেজ দলেও বেন স্টোকসকে রাখা হয়। কিন্তু, ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি সান একটি ভিডিওচিত্র প্রকাশ করে যেখানে স্টোকসের মত একজনকে মারামারি করতে দেখা যায়। এরপরই স্টোকসকে অ্যাশেজ দল থেকে বাদ দেয়া হয়। ইসিবি ঘোষণা দেয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই দুই ক্রিকেটার ইংলিশ জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকবেন।
শুধু অ্যাশেজ দল থেকেই নয়, অপরাধের শাস্তিস্বরূপ ওয়েস্ট ইন্ডিজের সাথে চলতি সিরিজ থেকে বাদ পড়েছেন এ দুই ক্রিকেটার। এই ঘটনায় স্টোকস তার ডানহাতের একটি আঙুলও ভেঙেছেন।

