বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচনে পূর্ন প্যানেলে (১৫ টি পদ) নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন `গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’। নির্বাচিনে সভাপতি পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন (প্রাপ্ত ভোট ২৭৩) ও সাধারণ সম্পাদক পদে পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস (প্রাপ্ত ভোট ২৪৭) নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী (প্রাপ্ত ভোট ২৮৩), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান (প্রাপ্ত ভোট ২৯৫), যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ড. শিরিন আক্তার (২৭০), যুগ্ম-সাধারণ সম্পাদক-২ মো. মোবারক হোসেন (২৬০), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কে. এম. শাকিল রানা (২৭৫), তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক কামরুন নাহার (২৭৩), সমাজকল্যাণ সম্পাদক ড. শফিকুল ইসলাম (২২৭)।

এছাড়াও ছয়টি সদস্য পদে অধ্যাপক ড. তানভীর রহমান (৩০৩), ড. মোহাম্মদ আতাউর রহমান (২৯০), অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন (২৮৮), অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম (২৭২), অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা (২৬৯) এবং অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা জয়ী হয়েছেন (২৬৪)।

প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৩৩টি ভোটের মধ্যে ৪৫৩টি ভোট পড়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী সংগঠন`গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সংগঠন ‘সোনালী দল’ এবং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামীলীগের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার দর্শনে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ অংশগ্রহণ করে।

  •  
  •  
  •  
  •  

Tags: