টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশে ৩য় বাকৃবি

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪’ প্রকাশ করেছে। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শিক্ষায় ক্যাটাগরিতে ৩৪.৮ নম্বর পেয়ে শীর্ষে বাকৃবি।

বুধবার (১লা মে) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয় জায়গা হলেও র‍্যাঙ্কিংয়ে অবস্থান (সিরিয়াল) করেছে ৯টি বিশ্ববিদ্যালয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে ৩৫১-৪০০ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এছাড়া র‍্যাঙ্কিংয়ে ৩০১-৩৫০গ্রুপে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা ৫ম বারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের পাচঁটি, হংকংয়ের দুটি, সিঙ্গাপুরের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আশা করছি ভবিষ্যতে বাকৃবি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থানে যাবে। বিশ্ববিদ্যালয়ের বড় শক্তি শিক্ষা। আমাদের প্রথম কাজটাই হলো শিক্ষাদান। শিক্ষা ও গবেষণায় খুব দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে বাকৃবি। গবেষণার মানে নম্বর আপাতত দৃষ্টিতে কম মনে হলেও কৃষি গবেষণায় অতুলনীয় অবদান রেখে যাচ্ছে বাকৃবি। মূলত সাইটেশন কম হওয়ায় নম্বর কম এসেছে।

প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, জাপান, চিন, ভারত, ইরান ও তুরস্কের অনেক বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এশিয়ার ৭৩৯ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকৃবি প্রথম এক তৃতীয়াংশের মধ্যে রয়েছে। সীমিত সম্পদের ব্যবহার করে এ অর্জন অবশ্যই গৌরবের। প্রয়োজনীয় গবেষণা বরাদ্দ ও সুযোগ সুবিধা পেলে বিশ্ববিদ্যালয়টি আরও ভালো করতে পারবে।

  •  
  •  
  •  
  •