যাত্রা শুরু করল বাকৃবির ইমিউনোজেনোমিক্স ও অল্টারনেটিভ মেডিসিন গবেষণাগার

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে “Immunogenomics and Alternative Medicine” নামে একটি নতুন গবেষণাগার উদ্ভোধন করা হয়েছে। গত ৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগে এই গবেষণাগারটি উদ্ভোধন করা হয়।
গবেষণাগারটি উদ্ভোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। এসময় তিনি ভেটেরিনারি মেডিসিন শিক্ষা ও গবেষণায় উক্ত গবেষণাগারটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এবং গবেষণাগারটির উত্তরোত্তর সাফল্য কামন করেন।
গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক এবং গবেষণাগারটির প্রধান তত্তাবধায়ক মেডিসিন বিভাগের প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম বলেন, “গবাদি পশুর বিভিন্ন রোগের চিকিৎসায় এন্টিবায়োটিক এর বিকল্প হিসেবে বিভিন্ন প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস এর ব্যাবহারের উপযোগিতা নিয়ে গবেষণা করা হবে। পাশাপাশি গবাদি পশুর রোগ প্রতিরোধ বৃদ্ধি কারী বিভিন্ন উপকারী অনুজীব এবং এই রোগ প্রতিরোধ প্রক্রিয়ায় গবাদি প্রাণীর জেনেটিক্স এর ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। গবেষণাগারটি জোনোটিক রোগ নিয়ন্ত্রন, প্রানী স্বাস্থ্য উন্নয়ন ও এন্টিবায়োটিক রেসিট্যান্টস এর ভয়াবহতা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল আওয়াল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মহির উদ্দিন, সাবেক বাউরেস-পরিচালক প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধাণগন, মেডিসিন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এম.এস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীগণ।
গবেষণাগারটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্পের অর্থায়নে নির্মিত হয়। এ গবেষণাগারটিতে মেডিসিন বিভাগের এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীগন তাদের গবেষণাকার্য পরিচালনা করবেন।