সিডনির শহরতলির রাস্তায় অদ্ভুত প্রাণী!

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার সিডনির ম্যারিকভিল শহরতলিতে সোমবার সকালে জগিং করার সময় হ্যারি হায়েস নামের এক ব্যক্তি একটি অদ্ভুত ছোট প্রাণীর দেখতে পান। জীববিজ্ঞানী, শিক্ষাবিদ ও সামাজিক মাধ্যম ব্যবহারকারী—সবাইকে ধাঁধায় ফেলেছে প্রাণীটি।

হায়েস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রাণীটির ছবি পোস্ট করেন। সেখান থেকে টুইটারের মতো অন্য সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাঠি নিয়ে প্রাণীটিকে খোঁচা দিচ্ছেন, কিন্তু সেটি নড়াচড়া করছে না।

হ্যারি হায়েস বলেন, ‘আমার মন প্রথমে বলছিল এটা কোনো এক প্রাণীর ভ্রূণ, কিন্তু দীর্ঘ করোনাভাইরাস, তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতিতে মনে হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো ভিনগ্রহের প্রাণীই (এলিয়েন) হবে।’

রহস্যময় অদ্ভুত প্রাণীটি দেখে জীববিজ্ঞানীরাও তাত্ক্ষণিকভাবে কোনো সদুত্তর দিতে পারেননি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে প্রাণীটি চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন জীববিজ্ঞানী এলি এলিসা।

তিনি বলেন, ‘এটা কী রে বাবা! প্রথমে ভেবেছিলাম, এটা গ্লাইডিং পসামের ভ্রূণ। তবে ছবিতে এর কাছে এমন কিছু নেই, যাতে তুলনা করা যায়। আমার কোনো সহকর্মীও পসামের বিষয়ে একমত নয়।’

অজানা প্রাণীটি শনাক্ত করতে ইউনিভার্সিটি অব সিডনি ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানেও কেউ এটি শনাক্ত করতে পারেনি।

সূত্র : এনডিটিভি

  •  
  •  
  •  
  •  
ad0.3