জলবায়ু পরিবর্তন নিয়ে গুগলের বিশেষ ডুডল

নিউজ ডেস্ক:

মহামানবদের জন্ম-মৃত্যু দিবস, বিশেষ কোন উৎসব বা একটি জাতির স্বাধীনতা দিবস এরকম বিভিন্ন দিনকে উপলক্ষ করে নিয়মিতই ডুডল বের করে গুগল কর্তৃপক্ষ। তবে আজ ২২এপ্রিল এর ডুডলটি বিশেষভাবে তৈরি। বিশ্ব ধরিত্রী দিবস বা Earth Day উপলক্ষে তৈরি এ ডুডলে জলবায়ু পরিবর্তনকে তুলে ধরা হয়েছে।

আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, গ্রীনল্যান্ডের সারমারসুক, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফ এবং জার্মানির হার্জ বন এই চারটি প্রাকৃতিক সম্পদের ক্রমশ ধ্বংসের ইঙ্গিত দেয়া হয়েছে এ ডুডলে।

  •  
  •  
  •  
  •