ময়মনসিংহে করোনায় দুই মাস বয়সী শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক:
সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় দুই বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২২ জানুয়ারি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয় ইয়াদ নামের ওই শিশু। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মারা যায়। ইয়াদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইসহাক খানের ছেলে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষা করে নতুন ৭ জন করোনা শনাক্ত হয়েছেন।