করোনায় শনাক্ত ৬৪, মৃত্যু নেই

নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ৬৪ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন মোট ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায় নি। এ পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১৩১ জন।

আজ ১০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসময়ে সুস্থ হয়েছেন আরও ১৪৫ জন। ফলে এ পর্যন্ত করোনা সংক্রমণ থেকে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৬৮৫ টি। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৫৫ টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

  •  
  •  
  •  
  •  
ad0.3