বাজারে এলো নাকে দেয়ার করোনা ভ্যাক্সিন
আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বে প্রথম নাকে দেয়ার করোনা ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে এনেছে ভারত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটিরস্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন। এ তথ্য নিশ্চিতকরেছে এনডিটিভি।
ভারত বায়োটেকের তৈরি করোনার নাকে দেয়া টিকা ‘ইনকোভ্যাক’ ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবংবেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে। তবে বেসরকারি হাসপাতালে ট্যাক্সসহ হাজার রুপি গুনতে হবে প্রতিডোজ ।
ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জানিয়েছে, ১৮ বছরেরঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভ্যাক টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুইনাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেয়া যাবে।
গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ‘ইনকোভ্যাক’ নিতে পারবেনবলে অনুমোদন দেয় দেশটির সরকার।
এর আগে, সিডিএসসিও ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে নাকে দেয়ার ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দেয়।
ফ্লু–জেন কোম্পানির তৈরি ফ্লু ভ্যাকসিন ক্যানডিডেট এমটুএসআরকে ব্যবহার করেই এই ন্যাজাল ভ্যাকসিন তৈরি করছে ভারতবায়োটেক। গবেষকরা বলছেন, রেবিস ভাইরাসকে নিষ্ক্রিয় করেও ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করা হয়েছে।