কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সামনের সপ্তাহে

নিউজ ডেস্ক:

সামনের সপ্তাহে দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে। আজ শনিবার (১১ মার্চ) আলিপুর আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ঝড়ের সাথে থাকতে পারে শিলাসহ বৃষ্টি। এ জন্য যাদের ক্ষেতের ফসল উঠিয়ে নেয়ার সময় হয়েছে তাদের ফসল ১৪ মার্চের মধ্যে ঘরে তুলে নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ১৫ থেকে ১৯ মার্চ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী বেশি আঘাত হানতে পারে। একই সাথে বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গের কিছু এলাকায়ও কালবৈশাখীর আঘাত লাগবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য মোস্তফা কামাল গবেষণার সুবাদে বিশ্বের বেশ কয়েকটি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য পেয়ে থাকেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও জাপানের আবহাওয়া কেন্দ্রের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার সুযোগ পান। তিনি প্রায়ই বাংলাদেশের বিভিন্ন আবহাওয়া কেন্দ্রিক দুর্যোগের আগাম আভাস দিয়ে যাচ্ছেন দেশবাসীর সুবিধার্থে। বেশির ভাগ ক্ষেত্রেই তার পূর্বাভাস পুরোপুরি মিলে যায়।

  •  
  •  
  •  
  •