এবার দেশে সন্ধান মিলল করোনার আরেকটি অজানা ভ্যারিয়েন্ট

করোনা আপডেটঃ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে।তারা বলছে দেশে এখন করোনা সংক্রমনের ৮০ শতাংশ ই ভারতীয় ভ্যারিয়েন্ট এর ধরন দিয়ে,তার কমিউনিটি ট্রান্সমিশন ও ঘটেছে।তবে এর পাশাপাশি আমরা আরেকটা নতুন ভ্যারিয়েন্ট পেয়েছি যার গতিপ্রকৃতি আমাদের পুরোটাই অজানা।

গেল মে মাসের ৮ তারিখে দেশে প্রথম করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।পরীক্ষায় ৫০টি নমুনার ৪০টি (৮০ শতাংশ) ভারতীয় ধরণ। ৮টি (১৬ শতাংশ) বিটা ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, একটি সার্কুলেটিং ও ১ টি আন-আইডিন্টিফাউড (অজানা) ভ্যারিয়েন্ট।

অজানা ভ্যারিয়েন্ট টি ভারতের ই ভ্যারিয়েন্টের নতুন সংযোজন কিনা তা জানতে আরোও জিনগত বিশ্লেষণ প্রয়োজন বলে জানিয়ছেন বিশেষজ্ঞগণ।গত বছরের অক্টোবরে ভারতের ভ্যারিয়েন্ট প্রথম ধরা পড়ে,এর সংক্রমণ হার অনেক বেশি এজন্য বিশ্ব সাস্থ্য সংস্থা (WHO) এটিকে উদ্ববেগের ভ্যারিয়েন্ট বলে ঘোষণা দিয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: ,