ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে

করোনা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৩ ও মারা গেছেন ছয়জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার ৯৯৯ জনের নমুনার ফল আসে। এতে ৪১৩ জনের পজিটিভ আসে। আক্রান্তের হার ৪১.৩৪ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ১৫৪ জন, নবীনগরে ১১০ জন, কসবায় ৭৯ জন, বাঞ্ছারামপুরে ৩১ জন, নাসিরনগরে ১২ জন, বিজয়নগরে আটজন, আখাউড়ায় সাতজন, আশুগঞ্জে সাতজন, সরাইল পাঁচ জন করোনায় আক্রান্ত।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টার ফলাফলে নবীনগরে তিনজন, সদরে দুজন ও আখাউড়ায় একজন মারা গেছে। নবীনগরের তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সদরের দুজন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, আখাউড়ার একজন চান্দপুর গ্রামের নিজ বাসভবনে মারা যান।

  •  
  •  
  •  
  •  
ad0.3