তিস্তা ও ধরলার পানি বাড়ায় আকস্মিক বন্যার আশঙ্কা

আবহাওয়া ডেস্কঃ উত্তরাঞ্চলের সীমান্ত নদীগুলোর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে। এদের মধ্যে তিস্তা ও ধরলার পানি আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এতে কিছু জায়গায় স্বল্প মেয়াদে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল শনিবার জানায়, দেশের সব নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী দু-তিন দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: