সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১২৯, শীর্ষে ফিনল্যান্ড
নিউজ ডেস্ক:
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪’। বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম। এ তালিকায় টানা ৭ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এছাড়া, এই তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া।
এই জরিপে ১৪৩টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। গত বছর থেকে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১১৮তম অবস্থান থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১২৯।
এদিকে তালিকায় এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এছাড়াও তালিকায় সংযুক্ত আরব আমিরাত ২২তম অবস্থানে, সৌদি আরব ২৮তম অবস্থানে, সিঙ্গাপুর ৩০তম অবস্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল আছে ৯৩তম অবস্থানে, পাকিস্তান ১০৮তম অবস্থানে, ভারত ১২৬তম অবস্থানে, শ্রীলঙ্কা ১২৮তম অবস্থানে এবং বাংলাদেশ ১২৯তম অবস্থানে রয়েছে।
মূলত ৬টি সূচক যাচাই করে সবচেয়ে সুখী দেশ নির্ধারণ করা হয়। এই সূচকগুলো হচ্ছে- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া।
উল্লেখ্য, ২০২১ সালে প্রকাশিত সুখী দেশের তালিকায় বাংলাদেশ ছিল ৬৮তম অবস্থান, ২০২২ সালে প্রকাশিত তালিকায় অবস্থান ছিল ৯৪ নম্বরে এবং ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হয় ১১৮তম অবস্থানে।

