
আধাপাকা ধান কাটার আপ্রাণ চেষ্টায় কৃষক

নিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওড় এলাকায় অন্তত সাড়ে ৩০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হাওড়ের কয়েক হাজার কৃষক।
একমাত্র ফসল হারিয়ে এবার ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মাথায় হাত। উজান থেকে আসা ঢলের পানি আর ঝড়বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান। কিছু জায়গায় ডুবে থাকা ধানে পচন ধরেছে। আধাপাকা ধান কাটার আপ্রাণ চেষ্টায় কৃষক।
মাঠভর্তি সোনালি ধান সপ্তাহ খানেক যাবত হাবুডুবু খাচ্ছে পানিতে। কোথাও হাঁটুপানিতে আবার কোথাও কোমর পানিতে নেমে ডুবে থাকা আধাপাকা ধান কাটছেন কৃষকরা।
এদিকে সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাইদ তারেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাওন।
একমাত্র ফসল হারানোর লোকসান কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের।
You must be logged in to post a comment.