
মাটি ছাড়াই গাছের চারা উৎপাদন মিলছে সাড়া

কৃষি ডেস্কঃ
রবি মৌসুমে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে ব্যস্ত মেহেরপুরের কৃষকরা । আর এ জন্য কৃষকদের প্রয়োজন পড়ছে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজির নতুন চারা । আর তাই মাটির স্পর্শ ছাড়াই কোকোডাস্ট পদ্ধতিতে রুপন করা হচ্ছে এসব চারা।
এসব চারা উৎপাদন করে কৃষকদের সরবরাহ করা হচ্ছে। এমন উদ্যোগে ইতোমধ্যে মেহেরপুরের পুরো জেলা জুড়ে সাড়া পড়েছে। জানা গেছে, কোকোডাস্টে পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। তাই যেকোনো বীজ থেকে চারা গজায় খুব সহজেই। এ পদ্ধতিতে বীজতলায় একসঙ্গে লাখ লাখ চারা উৎপাদন সম্ভব হয়।
You must be logged in to post a comment.