সারের সুষম ব্যবহার ফসলের উৎপাদন ৮-১৪% বৃদ্ধি করতে পারে

নিউজ ডেস্ক:
সারের সুষম ব্যবহার ফসলের উৎপাদন ৮% থেকে ১৪% বৃদ্ধি করতে পারে এবং বছরে ২০,০০০ কোটি টাকা সাশ্রয় করা যাবে বলে গবেষকরা জানিয়েছেন।
তারা বলেন, সরকার এ পর্যন্ত সার খাতে বছরে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় ভর্তুকির পরিমাণ এখন ৩০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে ‘সার নীতি সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
গবেষক ও বিশেষজ্ঞরা কৃষকদের তাদের জমিতে পরিমিত ও সুষম পদ্ধতিতে সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, ডিএপি সারের ব্যবহার বাড়ানোর পর ইউরিয়া সারের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু দেখা যাচ্ছে, ডিএপি ব্যবহারের পাশাপাশি ইউরিয়ার ব্যবহার দিন দিন বাড়ছে। যার ফলে, সারের অপব্যবহার হচ্ছে এবং আমদানি ব্যয় বাড়ছে ।
তিনি বলেন, কৃষকরা যদি জমিতে এক কেজি ডিএপি সার ব্যবহার করে তবে তারা ইউরিয়া সারের ব্যবহার ৪০০ গ্রাম কমাতে পারে।
আঞ্চলিক ভিত্তিতে মাটি পরীক্ষা করে সুষম সারের ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ওয়াহিদা আক্তার ।
এছাড়া অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির প্রফেসর এবং প্রজেক্ট লিডার ডক্টর রিচার্ড ডব্লিউ বেলের সুপারিশ সম্বলিত একটি মূল প্রবন্ধ সংলাপে উপস্থাপন করা হয় যেখানে দেখানো হয় যে সুষম সার ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন ৭.৫ মিলিয়ন টনের বেশি বৃদ্ধি পাবে এক বছরে।
সূত্র : ঢাকা ট্রিবিউন