আউশ আবাদে সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালা ও কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতাভুক্ত জেলাসমূহে ‘আউশ  আবাদে সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় ‘ শীর্ষক আঞ্চলিক কর্মশালা ও কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা),ময়মনসিংহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব রবীন্দ্রশ্রী বড়ুয়া (অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি আমাদের মেরুদন্ড। তাই কৃষিতে আমাদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে। তিনি এসব প্রকল্পের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম (মহাপরিচালক বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ) বলেন, মাটির উপযুক্ত ফসল নির্বাচন করতে  হবে এবং ফসল ৮০% পরিপক্ক হলেই ফসল কাটা ভালো। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, ডিএই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন । কর্মশালায় ফসলের গড় নিবিড়তা বৃদ্ধি ও অধিক ফলনশীল জাত ও প্রযুক্তি ব্যবহারে ওপর পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নেয়া হয়। প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও জমির সর্বোত্তম ব্যবহার এবং প্রতি ইঞ্চি জমি চাষাবাদে সফল কৃষকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষিবিদ মো.তাজুল ইসলাম পাটোয়ারীর (পরিচালক সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ,ঢাকা) সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক প্রতিনিধি ও কৃষকগণ।

এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃষি উৎপাদিন বৃদ্ধি পাবে তারসাথে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি সহ  কর্মসংস্থানের ব্যপক সুযোগ সৃষ্টি হবে।

  •  
  •  
  •  
  •