ফসলের পুষ্টি পরিমাপক অ্যাপ তৈরি করেছেন বাকৃবির ড. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:

মাঠে ফসলের টেকসই উৎপাদনের জন্য ফসলের পুষ্টি পরিমাপক পদ্ধতি ও এন্ড্রোয়েড মোবাইল অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এম আর জাহাঙ্গীর ও তার গবেষকদল। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (বিএএস-ইউএসডিএ) এনডাউমেন্ট প্রোগ্রাম প্রজেক্টের অর্থায়নে ৩ বছর গবেষণা করে ফসলের পুষ্টি পরিমাপক পদ্ধতি ও পুষ্টি পরিমাপক অ্যাপ তৈরিতে সাফল্য পেয়েছেন তাঁরা।

রবিবার (২১ জানুয়ারি ) সকাল ১০টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘ডেভেলপমেন্ট অফ এ ফিল্ড-স্কেলড নিউট্রিয়েন্ট ব্যালান্স ক্যালকুলেটর ফর ক্রপস অফ এন ইন্টেনসিভলি ম্যানেজড এগ্রিকালচারাল সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  এ সময় ফসলের পুষ্টি পরিমাপক পদ্ধতি ও পুষ্টি পরিমাপক অ্যাপ ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহ্ফুজা বেগম, উচ্চশিক্ষা ও গবেষণার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো আবু হাদী নূর আলী খান, কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক  ড. এম জাহিরউদ্দীন (অব)।

প্রধান গবেষক অধ্যাপক ড. এম এম আর জাহাঙ্গীর বলেন, ফসলের পুষ্টি পরিমাপের জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করেছি। একটি এলাকার মাটি, জলবায়ুু, বৃষ্টিপাতসহ বিভিন্ন তথ্য যখন অ্যাপটিতে যুক্ত করলে অ্যাপটি জানিয়ে দিবে ওই জমিতে কোন ফসলে জন্য কতটুকু সার লাগবে। এছাড়া কতটুকু সার গাছ নিজে ব্যবহার করবে, পানিতে ব্যয় হবে, বায়ু দূষণে ব্যয় হবে সে তথ্যটাও জানিয়ে দিবে। এছাড়া গ্রীন হাউজ গ্যাস হিসেবে নিঃসরণ হবে সেটাও জানিয়ে দিবে। আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি অ্যাপ তৈরি যা কৃষককে সঠিক সার সুপারিশ করবে। যার ফলে মাটির উর্বরতা বাড়বে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বায়ু দূষণও কমবে। এই তিনটা বিষয় ভারসাম্য করার জন্যই অ্যাপটির উদ্ভাবন। বর্তমানে অ্যাপটি বিজ্ঞানীদের মধ্যে ব্যবহারের পর্যায়ে আছে। তবে আমাদের আসল টার্গেট কৃষকেরা। আগামী বছর মাঠ পর্যায়ে কৃষকদের জন্য অ্যাপটি ব্যবহার বান্ধব করা হবে।

  •  
  •  
  •  
  •