অনিয়ম বন্ধ হলে পাটকল লাভজনক হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

অনিয়ম বন্ধ করা গেলে পাটকল দ্রুত লাভজনক প্রতিষ্ঠান হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি বলেছেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের কারণে দেশে পাটের বস্তার চাহিদা বেড়েছে। এখন এ খাতের অনিয়ম বন্ধ করা গেলে পাটকল দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সোমবার বিকেলে রাষ্ট্রায়াত্ত পাটকলের খুলনা ও যশোর অঞ্চলের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

কাজের ব্যাপারে শ্রমিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার যেমন শ্রমিকাদের অধিকার সম্পর্কে সচেতন, তেমনি শ্রমিকদেরও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি বলেন, পাটকলে পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্ত করণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর মাধ্যমে বিজেএমসির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।

এ সময় সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •