বাকৃবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রামপাল চুক্তি বাতিল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ঐ বিক্ষোভ মিছিল বের করা হয়।

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিল ও হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন রাফিকুজ্জামান ফরিদ ও সৌরভ দাস। এসময় বক্তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রধানমন্ত্রীর বক্তব্য ও হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার তীব্র প্রতিবাদ জানান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দীপন রায়ের নি:শর্ত মুক্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: