রাবিতে দশ দিন ব্যাপী আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যায়ের শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে দশ দিন ব্যাপী ‘বিজয় দিবস ১ম আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ এর আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে দুপুর ৩টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের ৩২টি ক্লাব অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর দুপুর আড়াই টায় শহীদ সোহরাওয়ার্দী হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। এ দিন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্লাবকে সম্মাননা তুলে দেয়া হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ মিজানউদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো: মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, প্রতিযোগিতার আহ্বায়ক শাহীন আলম প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা। দীর্ঘ ছয় বছর ধরে সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও নিয়মিত চর্চা করে আসছে।

  •  
  •  
  •  
  •