ল্যাব ভিজিট করল আইআইএএসটি, রংপুরের ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিবেদকঃ

রবিবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজির ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফিল্ড ভিজিটের আয়োজন করে। রংপুর শহরের মেডিকেল মোড়ে একটি প্রসিদ্ধ ল্যাবে এই ভিজিটের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের সাথে ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ডাঃ মোঃ মোরশেদ আলম সহ অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

labvisit2

এসময় ল্যাবের সহকারী মোঃ জামিউল ইসলাম ছাত্রছাত্রীদের ল্যাবের প্রত্যেকটি অংশ ঘুরে ঘুরে দেখান এবং হাতে কলমে প্রশিক্ষন দেন। ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতির পরিচিতি ও কাযক্রম তুলে ধরেন এবং ইলেকট্রনিক সেন্ট্রিফিউগাল মেশিনের সাহায্যে রক্তের বিভিন্ন পরীক্ষা করার পদ্ধতি দেখান। ফুড সায়েন্স টেকনোলজি বিভাগের ছাত্র বাদল হোসেন, গোলজার হোসেন বলেন এ রকম ভিজিটটে তারা উপকৃত হয়েছেন এবং হাতে কলমে শেখার সুযোগ পেয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: