রাবির রেজিস্ট্রারের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নতুন উপাচার্যের প্রথম কার্যদিবসেই পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক। সোমবার সকাল ৯টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মো. মখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। নতুন উপাচার্যের প্রথম কার্যদিবসে তিনি পদত্যাগ করলেন।

রেজিস্ট্রার দফতরের একটি সূত্র জানিয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এসেছে। এখন তিনি তার ইচ্ছেমতো রেজিস্ট্রার রাখতে পারেন। তাই বর্তমান রেজিস্টার নিজের ইচ্ছাই সকালে পদত্যাগ পত্র জমা দেন।’

তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক বলেন, আমি ব্যাক্তিগত কারণে পদত্যাগ করেছি।

  •  
  •  
  •  
  •