বাকৃবিতে সকল অনুষদের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত

b au

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২০ মে) একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নূরুল হক সবুজ বাংলাদেশ 24 ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার কারণে বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট ও পিএইচডি ভাইভা আটকে রয়েছে। এমন অবস্থায় সরাসরি পরীক্ষা তখনই নেওয়া সম্ভব হবে যখন সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করবে। তারআগে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. মোঃ নূরুল হক জানান, প্রত্যেক অনুষদ নিজস্ব উদ্যোগে পরীক্ষা নেওয়ার সকল কার্যক্রম গ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সহযোগিতা করবে।

কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে সবুজ বাংলাদেশ 24 ডট কমকে তিনি জানান, আমরা যতদ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে প্রত্যেক অনুষদ তাদের সুবিধামত পরীক্ষা নেবে। প্রথমে ক্লাস টেস্টগুলো অনুষ্ঠিত হবে এবং ততদিনে যদি বিশ্ববিদ্যালয় খুলে যায় তাহলে স্বশরীরে উপস্থিত থেকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদি তা না হয় তাহলে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে। তারআগে আমরা ক্লাস টেস্ট ও পিএইচডি ভাইভাগুলো নিয়ে নিতে চাচ্ছি।

উল্লেখ্য করোনার কারণে গত এক বছরেরও বেশি সময়ে কয়েক দফাতে বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে সর্বশেষ দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৩ মে থেকে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিল সরকার। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরেক দফায় ছুটি বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,