বাকৃবিতে লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের নতুন কার্যনির্বাহী সংসদ গঠন করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২-২৩ বর্ষের জন্য প্রস্তাবিত নতুন কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়।
এতে ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি বিভাগের সহকারী প্রফেসর খালেদ মাহমুদ সুজনকে সভাপতি এবং কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর মোঃ আশিক মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর আনজুয়ারা খাতুন এবং কোষাধ্যক্ষ হিসেবে একই বিভাগের সহকারী প্রফেসর বিপুল চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক-১ হিসেবে ফিশারিজ টেকনোলজি বিভাগের সহকারী প্রফেসর মোঃ মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক-২ হিসেবে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর সাদিয়া আফরিন যুথী, সাংগঠনিক সম্পাদক হিসেবে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহকারী প্রফেসর ফজলে এলাহী, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের সহকারী প্রফেসর সাদিয়া আফরিন পুনম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে কৌলিতত্ত্ব ও উদ্ধিদ প্রজনন বিভাগের সহকারী প্রফেসর শিরিন আক্তার এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের সহকারী প্রফেসর ইসরাত জাহান মাহফুজাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রফেসর তানভীর আহমেদ, একোয়াকালচার বিভাগের সহকারী প্রফেসর মোঃ ফজলে রোহানী, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী প্রফেসর আর এ জুইস, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী প্রফেসর নাজমুন নাহার, কীটতত্ত্ব বিভাগের সহকারী প্রফেসর তারিকুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগের সহকারী প্রফেসর সুরাইয়া পারভীন।
এছাড়া পদাধিকারবলে সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের সহকারী প্রফেসর ফারজানা ইয়াসমিন নিঝুম এবং পশু পুষ্টি বিভাগের সহকারী প্রফেসর আব্দুল্লাহ আল সুফিয়ান শুভ।
You must be logged in to post a comment.