বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত ২০ টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত এই ভর্তি পরীক্ষায় ১১,৫৩৯ জন শিক্ষার্থীর আসন পড়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

পূর্বনির্ধারিত আসন বিন্যাস অনুযায়ী আজ বেলা ১২.০০টা থেকে ১.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাকৃবি ক্যাম্পাসে প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায় এবং যাদের অনেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন ছিলেন। অনেক মানুষকেই মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও তীব্র যানজটের কারণে বাসায় ফেরা নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী-অভিভাবকেরা। বাকৃবি ক্যাম্পাসের ফার্স্ট গেট থেকে ব্রীজ মোড় পর্যন্ত আজ অস্বাভাবিক রকমের যানজটের দেখা মিলেছে। ফলশ্রুতিতে অনেকটা বাধ্য হয়েই অনেক শিক্ষার্থী-অভিভাবকদের বাকৃবি থেকে পায়ে হেঁটে ব্রীজ মোড় পর্যন্ত যেতে হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3