শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন ছাত্রীরা।
রবিবার (১৬ জানুয়ারি) এই আন্দোলনে পুলিশের হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুনঃ
শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার বিষয়ে শাবিপ্রবির এক শিক্ষার্থী লিখেছেনঃ
ছোট্ট একটা সমস্যার সমাধান করতে গিয়ে অনেক বড় পাপ করে ফেললো শাবিপ্রবি প্রশাসন।
সাতবছর হলো শাবিপ্রবিতে ওতপ্রোতভাবে সাংবাদিকতা করেছি, কোনোদিন ছাত্রীদেরকে দাবি নিয়ে রাস্তায় নামতে দেখিনি। এবার যখন নেমেছে, এর মানে এমন কিছু হয়েছে যা তাদের সহ্যসীমার বাইরে চলে গিয়েছে।
আজকে ছাত্রীদেরসাথে যখন শিক্ষার্থীরা এক হলো,তখন তাদের উঠিয়ে দিতে পুলিশের গুলি/ফাঁকা গুলি/রাবার বুলেট, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করা হলো। শাবিপ্রবির গত সাতবছরের ইতিহাসে আমি এটা কখনো দেখিনি। কখনোই না। আমিনুল হক ভূইয়া স্যার অনেক আন্দোলনের মুখোমুখি হয়েছেন, কিন্তু এ ধরনের কাজ তিনি কখনো করেননি।
আজকে নিজের শিক্ষার্থীদের রক্তের দাম সংশ্লিষ্টরা কিভাবে দিবেন জানি না, তবে এর পরিণাম ততোটাও ভালো না।
ধিক্কার
ভিডিও দেখতে এখানে ক্লিক করুনঃ
এর আগে শিক্ষার্থীদের সঙ্গে হল প্রভোস্টের অসদাচরণের অভিযোগে গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে আন্দোলনে নামে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীরা। সেদিন রাত ৩টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে উপাচার্যের আশ্বাসে আন্দোলন বন্ধ করে পরদিন শুক্রবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।
আলোচনা শেষে হল প্রভোস্ট অসুস্থ থাকায় সহকারী হল প্রভোস্ট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রভোস্ট করে দাবি পূরণের আশ্বাস দেন। এদিকে এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে আসছিলেন তারা।
You must be logged in to post a comment.