বাকৃবিতেও করোনার হানা, অনেকের শরীরে ওমিক্রনের প্রচ্ছন্ন লক্ষণ!

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ পর্যন্ত করোনাভাইরাসের যেসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ওমিক্রন তাদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক। করোনা টিকাও একে আটকাতে পারছে না। ফলে অনেক মানুষ পুনরায় আক্রান্ত হচ্ছেন।

সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে করা একটি সমীক্ষায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়েও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যাও আশঙ্কাজনক!

জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নমুনা পরীক্ষা করে তৃতীয় বর্ষের দুইজন ও দ্বিতীয় বর্ষের এক বিদেশী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীরা বর্তমানে আইসোলেশনে আছেন।

এছাড়া দেশব্যাপী অনেকের শরীরে ওমিক্রনের প্রচ্ছন্ন লক্ষণ থাকা সত্ত্বেও তারা মনে করছেন, এটা সাধারণ সর্দি-জ্বর। শীতের সময় এটা হয়েই থাকে। এ কারণে টেস্টে আগ্রহী নন। টেস্টে গেলে যদি পজেটিভ আসে এই ভয় থেকেই বেশির ভাগ মানুষ টেস্ট করানো থেকে বিরত থাকছেন।

এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণের বিস্তার রোধে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, গত ২১ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের করোনা টাস্কফোর্সের একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় বন্ধসহ ৭ টি সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে হলসমূহ খোলা থাকবে এবং সকল ক্লাস ও পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কার্যক্রম ও অফিস সরকারি নির্দেশনা মোতাবেক চালু থাকবে।

সভার সিদ্ধান্তে ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ করে নিরাপত্তা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। এছাড়া খাবারের দোকান ও রেস্তোরাঁ ব্যতীত কে আর মার্কেটের অন্য সকল দোকান রাত ৮ টার পর বন্ধের নির্দেশ দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,