
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘টিম উৎসবের‘ নতুন কমিটি গঠন

নিউজ ডেস্কঃ
ভিন্নধর্মী স্বপ্ন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আত্নপ্রকাশ করেছে ‘টিম উৎসব’।
গত ২৫ জুলাই সোমবার পশুপালন অনুষদের গ্যালারিতে টিম উৎসবে নতুন এবং ১ম কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর খান মো: সাইফুল ইসলামকে সভাপতি এবং হাফসা তাসনিমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন এডিশনাল জেনারেল সেক্রেটারি রোকসানা কবির জ্যোতি ও আফসান সারোয়ার, অরগানাজিং সেক্রেটারি জান্নাতুল ফেরদাউস রুমকি, এডিশনাল অরগানাজিং সেক্রেটারি আশিকুল ইসলাম সাজ্জাদ ও মারুফা জাহান তন্বী, অফিস সেক্রেটারি সাদিয়া ইসলাম জেবু ও রিদওয়ান আহমেদ রাহাত, ট্রেজারার আফরোজা রহমান বৃষ্টি, সেক্রেটারি অব মিডিয়া এন্ড পাবলিকেশন রাইয়্যান আবদুর রহিম, সেক্রেটারি অব ইভেন্ট ম্যানেজমেন্ট মেহনাজ হোসেন মির্জা ও সামিউন নবী, সেক্রেটারি অব ক্রিয়েটিভ কন্টেন্ট সামিয়া আফরিন শুচি, সেক্রেটারি অব ডিজিটাল কন্টেন্ট সাইদুর রহমান নাবিল, সেক্রেটারি অব কমিউনিকেশন এন্ড স্ট্রাটেজি ম্যানেজমেন্ট পূজা রাজ বংশী দীপ্তি ও নওশিন নায়লা ফারিন।
অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল এডভাইজার শিক্ষকগণ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে আগামী ৩১ জুলাই এর ‘শ্রাবণের আমন্ত্রণে’ অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়।
You must be logged in to post a comment.