কু‌ষ্টিয়ার কৃতি সন্তান সাখাওয়াত হো‌সেনের পিএইচডি ডিগ্রি লাভ

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধীনে মোঃ সাখাওয়াত হো‌সেনকে “In vitro control of seed-borne fungi of some vegetables using plant products and trichoderma” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।

গত ৩০ জুলাই-২০২২ ইং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৩২৩ তম সিন্ডিকেট অধিবেশনে ২নং সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তার তত্তাবধায়ক ছিলেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ দে‌লোয়ার হো‌সেন।

মোঃ সাখাওয়াত হো‌সেন ২০০৪ সালে কু‌ষ্টিয়া জিলা স্কুল থেকে স্টার মার্ক এবং ২০০৬ সালে কু‌ষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ২০০৭ সালে এশিয়ার কৃষি শিক্ষার শ্রেষ্টতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। সেখান থেকে বিএসসি এজি (অনার্স) এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ হতে এমএস ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গ‌বেষণা ক‌মি‌টি`র কার্যাল‌য়ে সেকশন অ‌ফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গ‌বেষণা ক‌মি‌টি`র কার্যাল‌য়ে ডেপু‌টি রে‌জিস্ট্রার হি‌সে‌বে কর্মরত আছেন এবং সুনামের সহিত কৃষি সেক্টর‌কে এগিয়ে নিয়ে যাওয়ার ল‌ক্ষ্যে শিক্ষা ও গ‌বেষণা কার্যক্রমে সহ‌যো‌গিতা ক‌রে যাচ্ছেন।

তিনি কু‌ষ্টিয়া জেলার মিরপুর উপজেলার না‌ন্দিয়া গ্রামের মরহুম মোঃ ‌নিয়ামত আলী ও মোছাঃ সু‌ফিয়া খাতুন এর ক‌নিষ্ঠ পুত্র। তার এই সফলতায় এলাকাবাসী, কৃষিবিদ ও কৃষক মহল আনন্দিত ও গর্বিত।

পিএইচডি ডিগ্রী অর্জনের ক্ষেত্রে মোঃ সাখাওয়াত হো‌সেন বলেন, এটি আমার কাছে খুব আনন্দের ও গর্বের। পিএইচডি হচ্ছে একটি একাডেমিক সর্বোচ্চ ডিগ্রি। এই অর্জন আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির উন্নয়নে কাজে লাগিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3