
বাকৃবিতে ২০১৬ – ২০১৯ সালে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের একাডেমিক প্রবেশন অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমিক প্রবেশনে থাকা শিক্ষার্থীদের প্রবেশন অবমুক্ত করা হয়েছে। ২০ আগষ্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয় ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা লেভেল-২, সেমিষ্টার-২ এবং লেভেল-৩, সেমিষ্টার-৩- তে একাডেমিক প্রবেশনে পড়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রবেশন অবমুক্ত করা হয়েছে। এর ফলে তারা পরবর্তী এক সেমিষ্টার ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে তারা কোর্স রিপিটেশন ও রিএনরোলমেন্ট এর সুযোগ পাবেন না।
মহামারী করোনার কারণে মানবিক বিবেচনায় বিশেষক্ষেত্র হিসেবে এসব শিক্ষার্থীর প্রবেশন অবমুক্ত করা হয়েছে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া ভবিষ্যতে এরূপ আবেদন শিক্ষা পরিষদে উপস্থাপন করা যাবে না এবং উহা নজির হিসেবে ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
You must be logged in to post a comment.