শিক্ষার্থীদের কোচিংয়ের প্রয়োজন আছে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন শিক্ষার্থীদের কোচিংয়ের প্রয়োজন আছে। তিনি বলেন, একই সঙ্গে অনেক শিক্ষার্থীকে নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান জটিল হয়ে পড়ে। এ জন্য সরকার নতুন করে আইন করেছে, শিক্ষকরা কোচিং করাবেন প্রতিষ্ঠানভিত্তিক।

মন্ত্রী আরও বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে, একজন শিক্ষক তার শ্রেণিকক্ষে সবাইকে একসঙ্গে পাঠদান করাতে পারছেন না। এতে সবার মনোযোগ দিতেও সমস্যা হয়। তাই এখন থেকে সব শিক্ষার্থীকে নিয়ে প্রতিষ্ঠানেই কোচিং করাতে হবে। তবে তা কোনো অবস্থায়ই নিজ প্রতিষ্ঠানের শিক্ষক বাড়িতে গিয়ে নয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

  •  
  •  
  •  
  •  
ad0.3