বাকৃবিতে গাভীতে ভ্রূণ উৎপাদন ও স্থানান্তর বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গাভীতে ভ্রূণ উৎপাদন ও স্থানান্তর বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আউয়াল ও ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ড. মনোরঞ্জন ধর। এছাড়াও উপস্থিত ছিলেন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. জয়ন্ত ভট্টাচার্য।

এই প্রশিক্ষণ কর্মসূচির অর্থায়ন করেছে অর্গানাইজেশন ফর উইমেন ইন সাইন্স ফর ডেভেলপিং ওয়ার্ল্ড, ইউনেস্কো।

বিশেষ অতিথির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আউয়াল বলেন, “গাভীতে ভ্রূণ উৎপাদন ও স্থানান্তরের প্রশিক্ষণ বাংলাদেশে এই প্রথম।” অতি দ্রুত এই প্রযুক্তিকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এ ধরণের প্রশিক্ষণ আয়োজনের জন্য প্রশিক্ষণ সমন্বয়ক প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনাকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
ad0.3