বাকৃবি অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ফিসারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মোস্তফা আলী রেজা হোসেন ইন্তেকাল করেছেন। আজ দুপুর ১২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি হেলথ কেয়ার সেন্টারের সিএমও ডাঃ সাইদুর রহমান।
জানা যায়, আজ সকাল ১০.৩০ টায় নিজ বাসায় তিনি সিভিয়ার হার্ট এ্যাটাকের শিকার হন। দ্রুত বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলেন। হেলথ কেয়ার থেকে হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন করিডোরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হবে বলে জানা যায়।
মূত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার অকাল প্রণয়ে বাকৃবি শিক্ষক শিক্ষার্থী গভীরভাবে মর্মাহত।
You must be logged in to post a comment.