বিএসভিইআর এর ২৯তম বার্ষিক সম্মেলন ২৫ ও ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ, বিএসভিইআর-এর ২৯ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ চত্ত্বরে আন্তর্জাতিক এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হল ”চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণী স্বাস্থ্যের টেকসই উন্নতি এবং উৎপাদন (Sustainable improvement in health and production of livestock in the context of 4th industrial revolution)”।
২৯তম এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশর ৫০০ জনের অধিক শিক্ষাবিদ, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান ও উদ্যোক্তা, নীতিনির্ধারকরা অংশগ্রহণ এবং মত বিনিময় করবেন। এতে নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা থেকে আগত শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।
শুক্রবার সকাল ১০ টায় ভেটেরিনারী অনুষদীয় মেডিসিন কনফারেন্স হলে ২৯তম বিএসভিইআর-এর বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম।
সম্মেলনে বিএসভিইআর’র সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সম্পাদক প্রফেসর ড. নাসরিন সুলতানা জুয়েনা ও সভাপতি প্রফেসর ড মোঃ মকবুল হোসেন। এছাড়া সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে গঠিত উপকমিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মিনারা খাতুন উপস্থিত ছিলেন ।
প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রাণিসম্পদে স্মার্ট ইনোভেশন ব্যবহার করে কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। পাশাপাশি প্রথমবারের মত স্নাতক শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি ইভেন্টে ”চতুর্থ শিল্প বিপ্লব ও প্রাণিসম্পদ” নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন ইমার্জেন্সি সেন্টার ফর ট্রান্সবাউন্ডারি অ্যানিমাল ডিজিজ, বাংলাদেশ এর কান্ট্রি টিম লিডার ড. এরিক ব্রাম।
সংবাদ সম্মেলনে প্রফেসর ড. নাসরিন সুলতানা জুয়েনা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশের ভিশন কে মাথায় রেখে স্মার্ট প্রাণিসম্পদ গড়ার পরিকল্পনা থেকে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
এবারের বৈজ্ঞানিক সম্মেলনে একটি সিম্পোজিয়াম সেশন, একটি প্লেনারি সেশন এবং আটটি ওপেন পেপার সেশন থাকবে। এছাড়াও একটি বার্ষিক বক্তৃতা, একটি মূল প্রবন্ধ এবং দুটি পূর্ণাঙ্গ বক্তৃতা সহ মোট ৭০টি মৌখিক উপস্থাপনা এবং ৮৪টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাকৃবি’র প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এ বছর সম্মেলনে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন । এছাড়া সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, বাকৃবির সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেনকে ভেটেরিনারি রিসার্চ এবং শিক্ষায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে গবাদিপশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা উন্নয়নে গবেষণা, শিক্ষা ও আউটরিচ কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এই সম্মেলন উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ উৎপাদনের উন্নতির জন্য তথ্য ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য কিছু পরামর্শ ও সুপারিশ করা হবে বলেও এই সংবাদ সম্মেলনে বলা হয়।
উল্লেখ্য, বিএসভিইআর ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ভেটেরিনারি পেশার শিক্ষাবিদ ও গবেষকদের একটি নেতৃস্থানীয় সংগঠন ।
সময়সূচী:
২৫ ফেব্রুয়ারি শনিবার
সকাল ৮.৩০টা থেকে রেজিস্ট্রেন শুরু এবং ১০টায় মুল অনুষ্ঠান (শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়াম)
দুপুর ২.৩০টা থেকে ওপেন পেপার সেশন (ফিজিওলজি ও ফার্মাকোলজি গ্যালারি)
সন্ধ্যা ৬.৪৫টায় কালচারাল প্রোগ্রাম (শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়াম)
২৬ ফেব্রুয়ারি রবিবার
সকাল ৯ টায় প্লানারি সেশন (শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়াম)
১০.১৫ স্টুডেন্ট ইভেন্ট (ভেটেরিনারি অনুষদের শেষ বর্ষ ও মাষ্টার্স শিক্ষার্থীদের জন্য)
১১ টা থেকে ওপেন পেপার সেশন (ফিজিওলজি ও ফার্মাকোলজি গ্যালারি)
১২.৪০ পোষ্টার সেশন (ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগ সংলগ্ন করিডোর)
বিকেল ৪.৩০ টায় সমাপ্তি