বাকৃবি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১৬ মার্চ

বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ উল্লেখ করা হয়েছে। তথ্য অনুযায়ী, আগামী ১৬ মার্চ সকাল ১১ টায় কেন্দ্রিয় ওরিয়েন্টেশন, ১৯ মার্চ থেকে সকল অনুষদের ক্লাস এবং ২২শে মার্চের মধ্যে স্ব-স্ব অনুষদ ও আবাসিক হলসমুহে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষদ ও হল ভিত্তিক ওরিয়েন্টেশনের তারিখ স্ব-স্ব অনুষদ ও আবাসিক হলসমুহ যথাসময়ে প্রকাশ করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ওরিয়েন্টেশন কর্মসূচি ও ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ক্লাস শুরুর কথা থাকলেও হঠাৎ করেই অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়।

 

  •  
  •  
  •  
  •