স্কাউটের দ্বিতীয় সর্বোচ্চ পদক পেলেন বাকৃবি কোষাধ্যক্ষ রাকিব উদ্দীন

নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মত রোভার স্কাউট গ্রুপ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন।
গত ১৬ মার্চ বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫১তম বার্ষিক সভায় রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ এ পুরস্কার হাতে তুলে দেন।
সবুজবাংলাদেশ24.কমকে দেয়া এক সাক্ষাৎকারে মো. রাকিব উদ্দীন এই পুরস্কারে মনোনীত হওয়ার জন্য তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, আর্তমানবতার সেবায় তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চান। তার কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এই পদক তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।
মোঃ রাকিব উদ্দিন ১৯৭২ সনে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের উপদল নেতা হিসেবে সর্বপ্রথম উপদল নেতা কোর্স ও মুক্তাগাছা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউট কোর্সে অংশ নেন। পরবর্তীতে দক্ষতার সাথে দল পরিচালনাসহ ময়মনসিংহে স্কাউট আন্দোলনের প্রসারে সহায়ক ভূমিকা পালন করেন। মো. রাকিব ১৯৮৯ সনে রোভার স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট দলের সহকারী রোভার স্কাউট লিডার হিসেবে কার্যক্রম শুরু করেন।
মো. রাকিবের নেতৃত্ব ও পরিচালনায় বাকৃবি রোভার স্কাউট ইউনিট বিভিন্ন সময়ে জাতীয় ও আঞ্চলিক ফুটে ৫(পাঁচ) বার জাতীয় মান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৪৫ (পঁয়তাল্লিশ) জন রোভার স্কাউট অংশগ্রহণ করেছেন।
বিগত ২৫-২৯ জুন, ২০১১ তারিখে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘প্রথম কৃষি ক্যাম্প-২০১১’ মূল প্রবন্ধ উপস্থাপক, পরিচালক (ভারপ্রাপ্ত), সভাপতি, প্রোগ্রাম উপ-কমিটি ও প্রধান সমন্বয়ক ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় কৃষি-ক্যাম্পে যথাক্রমে প্রশিক্ষক ও পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
বিদ্যুৎ ক্যাম্প-এ কোর্স লিডারের দায়িত্ব পালন করা সহ বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিদ্যুৎ ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন মো. রাকিব। উল্লেখ্য নেত্রকোণা জেলা রোভার স্কাউট এবং ময়মনসিংহ বিভাগীয় জেলা রোভার স্কাউটের উদ্যোগে আয়োজিত এডভেঞ্চার ক্যাম্প-এ পরিচালক -এর দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত মুট-এ পরিচালক ও ডেপুটি মুট চীফ সহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ময়মনসিংহের কাতলাসেন গ্রামে অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ যৌথ ও.আর.টি প্রকল্পের ওয়ার্ক ক্যাম্প-এ বিশেষ অবদান রেখেছেন। বাংলাদেশ স্কাউট এর বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাম্বুরী, মুট ও কমডেকা-এ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জনাব রাকিব ছাড়াও এবার লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ডের জন্যে ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম এবং নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মিলন হোসেন মনোনীত হয়েছেন।
You must be logged in to post a comment.