চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৩০ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু, চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। আর প্রসেসিং ফিসহ এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮৫০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটি সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট: (https://admission.cu.ac.bd)-এ প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।
You must be logged in to post a comment.