বাকৃবিতে “রোল অফ বিহ্যাভিয়ার ইন দ্যা ইভ্যালুয়েশন অফ এনিম্যাল ওয়েলফেয়ার ইস্যু” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে সকাল ৯ টায় রোল অফ বিহ্যাভিয়ার ইন দ্যা ইভ্যালুয়েশন অফ এনিম্যাল ওয়েলফেয়ার ইস্যু শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজির (ISAE) অর্থায়নে কর্মশালাটির আয়োজন করে বাকৃবি ভেটেরিনারি অনুষদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ও আইএসএই এর অর্গানাইজিং প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড মো: জালাল উদ্দিন সরদার এবং ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ড. মনোরঞ্জন ধর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের সহযোগী অধ্যাপক ও কান্ট্রি লিয়াজু (বাংলাদেশ) ড. জসিম উদ্দিন।
কর্মশালার শুরুতে সূচনা বক্তব্য রাখেন আইএসএই প্রানিকল্যাণ কর্মশালার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো: আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসএই এর কান্ট্রি লিয়াজু (বাংলাদেশ) ড. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রাণির কল্যানের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রাণির সাথে মানবিক আচরণ করতে হবে। প্রাণিকে সঠিক পদ্ধতিতে ও মানবিকভাবে পরিবহন ও জবাই করার সময় পশু জবাই আইন মানার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আইএসএই এর প্রেসিডেন্ট জেনিসের পূর্বধারণকৃত বক্তব্য শুনানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ড. মনোরঞ্জন ধর প্রাণিকল্যানে বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
অধ্যাপক ড. মো: জালাল উদ্দিন সরদার পরিবহন, জবাই, বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে প্রাণির সাথে করা নেতিবাচক আচরণগুলি তুলে ধরেন এবং এ ব্যাপারে সকলকে মানবিক হতে আহবান জানান।
অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল প্রাণির সাথে সঠিক আচরণ ও প্রাণির মৌলিক চাহিদাগুলি নিশ্চিত করার ব্যাপারে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. রফিকুল আলম বক্তব্য রাখেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পরবর্তীতে দুইটি টেকনিক্যাল সেশন পরিচালনা করা হয়। প্রথম টেকনিক্যাল সেশনের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জালাল উদ্দিন সরদার।
প্রাণিকল্যান সম্পর্কে প্রাথমিক ধারণা, বাংলাদেশে প্রচলিত প্রাণির প্রতি নেতিবাচক আচরণ ও প্রাণির প্রতি সঠিক আচরণের উপর একটি উপস্থাপনা প্রদান করেন অধ্যাপক ড. মো: আরিফুল ইসলাম।
পর্যায়ক্রমে উপস্থাপনা প্রদান করেন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. রফিকুল আলম এবং ড. সোলেমা আক্তার শান্তা।
দ্বিতীয় টেকনিক্যাল সেশনের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এই সেশনে দুইটি উপস্থাপনা প্রদান করেন অধ্যাপক ড মো: জালাল উদ্দিন সরদার এবং ড. জসিম উদ্দিন।