বাকৃবিতে সিটি ব্যাংকের অনুদানকৃত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের গবেষকদের সিটি ব্যাংক কর্তৃক প্রদানকৃত গবেষণা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে সকাল ১০ টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিটি ব্যাংক হাওর কৃষিকে গুরুত্ব দিয়ে ৪ কোটি টাকা গবেষণা বরাদ্দ  প্রদান করে। এই বরাদ্দের আওতায় ২২টি প্রকল্প  গবেষকদেরকে অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি  শিক্ষা ও গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিটি ব্যাংকের মত দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশানে এ এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন বিশ্ববিদ্যালয়কে আস্থার জায়গা তৈরি করতে হবে, কাউকে থামিয়ে দেওয়া  যাবে না।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।  তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ খেয়ে পড়ে বেঁচে আছে, এটাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান। বাংলাদেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাছে। এই ২২ টি গবেষণা প্রকল্প যেন হাওরের মানুষের সরাসরি উপকারে আসে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক আধ্যাপক ড. মোঃ আবুল মনসুর। তিনি ইনোভেটিভ গবেষণাকে গুরুত্ব দেওয়ায় সিটি ব্যাংককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গণি বলেন, হাওরের কৃষিকে টেকসই ও তরান্বিত করতে গবেষণার কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই অনুদান দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, সিটি ব্যাংকের অনুদানে পরিচালিত এসব প্রকল্প জাতীয় পর্যায়ে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় পাবলিক-প্রাইভেট পার্টনারশীপকে তরান্বিত করতে সিটি ব্যাংকের এই অবদান অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে বাকৃবি’র গবেষণা প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন বাউরেসের সহকারী পরিচালক অধ্যাপক ড. চয়ন গোস্বামী।

অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ইউজিসি,র সদস্যবৃন্দ,  বিনা, বিএফআরআই পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানগণ ও অনুদানপ্রাপ্ত প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3