বাকৃবিতে আয়োজিত হবে ডাড স্কলারশিপের সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

১ ডিসেম্বর (রবিবার) বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১১টায় ওই সেমিনারটি অনুষ্ঠিত হবে। 

সেমিনারটি যৌথভাবে আয়োজন করবে বাকৃবি ও দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড)।

সেমিনারে বাকৃবির স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীসহ ময়মনসিংহের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

রেজিষ্ট্রেশন লিংকঃ

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxdKQguFTnX0pwo2uvJTQe8yKYgdZFDegMiglAgtvKjvWBCw/viewform?fbclid=IwY2xjawG1RtVleHRuA2FlbQIxMQABHQbPbzTEqPw1KWi7NNBO4MxONdvGvwxmGmkZ2reA6m5jNML7fcFck23pEQ_aem_tsHGt5YxGNFqO2KwwhuYrA

আশিক/ এসবি

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,