জাবিতে এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্টার অফিসের এস্টেট শাখার সহকারী রেজিস্টার মোহাম্মদ আজীম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ আজীম উদ্দিন এর বিরুদ্ধে তার সাবেক স্ত্রী’র অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে বিচারকার্য অমীমাংসিত থাকায় ও আদালত কর্তৃক তাকে কারাগারে প্রেরণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা ধারা অনুযায়ী তাকে কারাগারে প্রেরণের তারিখ ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •