মঙ্গলের মাটিতে চলল চাইনিজ রোভার

বিনোদন ডেস্কঃ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে সফলভাবে রোভার চালাল চিন। এর আগে আমেরিকা মঙ্গলে রোভার পাঠায়।

এক সপ্তাহ আগে সফলভাবে ল্যান্ড করেছে চিনের পাঠানো রোভার। ল্যান্ডিং প্ল্যাটফর্ম থেকে নেমে শনিবার মঙ্গলের রুক্ষ জমিতে ঘোরাঘুরি শুরু করে চিনের রোভার ZHURONG। আগের শনিবার মঙ্গলের মাটিতে সফল ভাবে রোভারটিকে নামায় চিনের মহাকাশ সংস্থা। এক সপ্তাহ পরে চলাফেরা শুরু তার।

ক’দিন আগে মঙ্গলগ্রহের (mars) ছবিও পাঠিয়েছে রোভারটি। চিনের মহাকাশ সংস্থা সেই ছবিও প্রকাশ করে। সেই ছবি থেকে বোঝা  যাচ্ছে, রোভার টিয়ানোয়েন-১ অরবিটার-এর সঙ্গে ভালই বোঝাপোড়া করতে সক্ষম হয়েছে। ছবিতে মঙ্গলের পাথুরে মাটি দেখা গিয়েছে। এসেছে মঙ্গলের আকাবাঁকা দিগন্তের ছবি।

সৌরশক্তি চালিত ছ’চাকাওয়ালা এই গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’য় ঘুর-ঘুরে তথ্য সংগ্রহ করছে। তিন মাস ধরে এই কাজ করবে এটি।

আমেরিকার (US) পরে চিনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে সফল ভাবে রোভার চালাতে পারল। পাঁচ বছর আগে রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযান ব্যর্থ হয়েছিল। কিন্তু রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করেও চিন মহাকাশ গবেষণায় প্রথমের দিকে চলে এসেছে। এই রোভার সেই অগ্রগতিরই স্বাক্ষর।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,