নোবেল মানসিকভাবে অসুস্থ,সে মাদক এবং নারীতে আসক্ত; সালসাবিল

বিনোদন ডেস্কঃ বিচ্ছেদ ইস্যুতে আলোচনায় আবারও আলোচনায় গায়ক নোবেল। স্ত্রী মেহরুবা সালসাবিল তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন গত ১১ সেপ্টেম্বর। বুধবার (৬ অক্টোবর) তা প্রকাশ্যে আসে।
মূলত নোবেলের ফেসবুক পোস্টের সূত্র ধরেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। নোবেল তার ফেসবুকে লিখেছেন, ‘ডিভোর্সড’। পরে জানতে চাইলে সত্যতা স্বীকার করেন নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল।
গণমাধ্যমে তিনি বলেন, ‘নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিন মাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।’
কী কারণে তালাক চাইছেন? উত্তরে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ। সে মাদক এবং নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে। এসব কারণে ওর সঙ্গে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।’