হানিফ সংকেতের মৃত্যুর গুজব

বিনোদন ডেস্ক: জনপ্রিয় উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক ও লেখক হানিফ সংকেত মঙ্গলবার (২৪ মে) রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন౼এমন গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি একদমই গুজব, ভুয়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন হানিফ সংকেত নিজে। এ ছাড়া গুজবে কান না দেয়ার আহ্বানও জানিয়েছেন হানিফ সংকেতের জনসংযোগ কর্মকর্তা গাজি কিবরিয়া মিঠু।
বুধবার (২৫ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করে তার বেঁচে থাকার কথা জানান।
সবুজ বাংলার পাঠকদের জন্য হুবহু সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো౼
“আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরনের স্ট্যাটাস কখনো দিতে হবে ভাবিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একশ্রেণির বিকৃত মানসিকতার মানুষ তাদের ভিউব্যবসা ও ফলোয়ার বাড়াবার প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। ছড়িয়েছে আমার মৃত্যুসংবাদ। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কী ধরনের মানসিকতা কাজ করে আমার বোধগম্য নয়।
তারা কি একবারও চিন্তা করে না౼আমাদেরও পরিবার আছে, আত্মীয়স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে? এ ধরনের সংবাদে তাদের মানসিক অবস্থা কী হতে পারে? আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। ভালো আছি। আমার কোনোরকম কোনো দুর্ঘটনাও ঘটেনি। গত দুদিন ধরে আমি ও আমার পরিবার এই মৃত্যু-গুজবের কারণে নিদারুণ মানসিক কষ্টে আছি। শত শত মানুষ যোগাযোগ করেছেন, এখনো করছেন। সুস্থতা কামনা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে౼শুধু ভিউ, লাইক, শেয়ার পাবার জন্য একজন মানুষকে এরা মেরে ফেলবে? এ কী ধরনের মানসিকতা? নাকি এদের অন্য কোনো উদ্দেশ্য আছে? এর আগেও বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুর আগেই মৃত্যুর গুজব ছড়িয়েছে একটি মহল।
সময় এসেছে এদের বিরুদ্ধে সোচ্চার হবার। যেসব মাধ্যম এবং পেজ থেকে এ ধরনের সংবাদ আপলোড হচ্ছে, শেয়ার হচ্ছে, তাদের আপনারা বুঝিয়ে দিন, না জেনে না শুনে নিশ্চিত না হয়ে কোনো কিছু শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দেশ-বিদেশ থেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও ভালোবাসার মানুষরা আমাকে সমবেদনা জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন।
আমার আকস্মিক মৃত্যু-গুজবে যারা কষ্ট পেয়েছেন, সমবেদনা জানিয়েছেন, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এ ধরনের গুজব ছড়িয়েছে, তাদের প্রতি অন্তর থেকে ঘৃণা প্রকাশ করছি। ইতোমধ্যে আমি সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আর একটি অনুরোধ, ‘গুজবে কখনো কান দেবেন না।’
আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পাথেয়।”
You must be logged in to post a comment.