রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এমন শ্লোগানকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। মৎস্য অধিদপ্তর রংপুর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাউনহলের মঞ্চে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ড. এটিএম মাহবুব উল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বখসি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা ড. জিল্লুর রহমান।

আলোচনা শেষে মাছের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখায় মৎসজীবি, মৎস্য চাষি ও হ্যাচারীদের বিভিন্ন ক্যাটাগারিতে পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী আলোচনা সভা শেষে রংপুর জেলখানার পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: